উত্তর বঙ্গের বৃহত্তম তিস্তা নদী বহুকাল থেকে প্রবাহিত হয়ে আসছে। কিন্তু শীতকাল ও বর্ষাকালে তিস্তার ভিন্ন রুপ দেখা যায়। শীতকালে তিস্তার পানি হাটুর নীচে নেমে আসে। মানুষ হেটে তিস্তা নদী পারাপার করে। তখন নৌকার প্রয়োজন হয় না। কিন্তু বর্ষাকাল এলেই তিস্তার চেহারার পরিবর্তন আসে। আসে তিস্তার কোল ঘেষে বসবাসরত মানুষের ব্যস্ততা। এই ব্যস্ততা হচ্ছে বাড়ী ঘর, গাছ পালা, গৃহপালিত পশু রক্ষার। যা জন জীবনে চরম ভোগান্তীর সৃষ্টি হয়। তিস্তার পারি বেড়ে গিয়ে বিভিন্ন স্থানে প্লাবিত হয়, গ্রাম থেকে গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস