সভার তারিখ : ০৫/১২/২০১৩
সভার ধরণ : সাধারণ সভা- ৮০
ক্রমিক নং | নাম | পরিচয় | কমিটিতে পদবী | মন্তব্য |
০১ | জনাব মোঃ আসাদুজ্জামান বাবলু | চেয়ারম্যান | সভাপতি |
|
০২ | জনাব মোঃ স্বাত্ত্বিক শাহ আল মারুফ | রিলিফ অফিসার | সদস্য |
|
০৩ | জনাব মোছাঃ মমতাজ বেগম | ইউপি সদস্যা | সদস্য |
|
০৪ | জনাব শক্তি রানী রায় | ইউপি সদস্যা | সদস্য |
|
০৫ | জনাব মোছাঃ মর্তুজা বেগম | ইউপি সদস্যা | সদস্য |
|
০৬ | জনাব মোঃ আব্দুল খালেক | ইউপি সদস্য | সদস্য |
|
০৭ | জনাব মোঃ আবু সৈয়দ | ইউপি সদস্য | সদস্য |
|
০৮ | জনাব শ্যামল চন্দ্র রায় | ইউপি সদস্য | সদস্য |
|
০৯ | জনাব মোঃ আসাদুল হক | ইউপি সদস্য | সদস্য |
|
১০ | জনাব মোঃ আব্দুল মতি অভি | ইউপি সদস্য | সদস্য |
|
১১ | জনাব মোঃ মোকলেছার রহমান | ইউপি সদস্য | সদস্য |
|
১২ | জনাব মোঃ মোফাজ্জল হোসেন সরকার | ইউপি সদস্য | সদস্য |
|
১৩ | জনাব নিবারন চন্দ্র রায় | ইউপি সদস্য | সদস্য |
|
১৪ | জনাব মোঃ আকবর আলী | ইউপি সদস্য | সদস্য |
|
১৫ | জনাব মোঃ সুলতান মাহমুদ | এনজিও প্রতিনিধি | সদস্য |
|
১৬ | জনাব মোছাঃ আছিয়া বেগম | সহকারী শিক্ষিকা | সদস্য |
|
১৭ | জনাব মোঃ শামসুল হুদা | মুক্তিযোদ্ধা | সদস্য |
|
১৮ | জনাব মোঃ মতিয়ার রহমান | গন্যমান্য | সদস্য |
|
১৯ | জনাব মোছাঃ শাহনাজ বেগম | গন্যমান্য | সদস্য |
|
২০ | জনাব আসমা আরা খানম | পঃ পঃ ওয়ার্ড কর্মী | সদস্য |
|
২১ | জনাব অরুন কুমার সরকার | ইউপি সচিব | সদস্য সচিব |
|
আলোচ্য বিষয় :
(১) নভেম্বর/১৩ মাসের ভিজিডি গম বিতরণ।
(২) ওয়ার্ড সভার তারিখ নির্ধারন।
(৩) নভেম্বর/১৩ মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা।
(৪) নভেম্বর/১৩ মাসের আয়-ব্যয় পর্যালোচনা।
(৫) গ্রাম আদালতের কার্যক্রম পর্যালোচনা।
(৬) ইউনিয়ন পরিষদের নিজস্ব বাস্তবায়নের জন্য প্রকল্প গ্রহণ।
(৭) বিবিধ
আলোচ্য বিষয় ০১ এর সিদ্ধান্তঃ সভাপতি সাহেব সভায় বলেন যে, নভেম্বর/১৩ মাসের ভিজিডি ৩২১ জন কার্ডের বিপরীতে ৯.৬৩০ মে. টন গম গত ৪/১/১৩ ইং উপজেলা খাদ্য গুদাম হইতে উত্তোলন পূর্বক ইউপি গুদামে মজুত রাখা হইয়াছে অদ্যই মজুতকৃত গম বিতরণ করিতে হইবে মর্মে উপজেলা নির্বাহী অফিসার নির্দেশ প্রদান করিয়াছেন। বিষয়টির উপর ব্যাপক পর্যালোচনান্তে উপস্থিত রিলিফ অফিসার এবং সদস্য/সদস্যাবন্দ মজুতকৃত গম পরিদর্শন পূর্বক সঠিক আছে মর্মে মত প্রকাশ করিলে মাষ্টার রোলের মাধ্যমে জন প্রতি ৩০ (ত্রিশ) কেজি করে বিতরনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচ্য বিষয় ০২ এর সিদ্ধান্তঃ ইউনিয়ন পরিষদৈর কাজে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড সভা করে বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম সম্পর্কে ওয়ার্ডের জনগণকে অবহিত করে প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। বিষয়টির উপর ব্যাপক আলোচনা ও পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড সভা করার সিদ্ধান্ত গৃহীত হইল।
আলোচ্য বিষয় ০৩ এর সিদ্ধান্তঃ সভায় সভাপতি মত ব্যক্ত করেন যে, বর্তমানে ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামোটি ভাল। সভায় এই ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
আলোচ্য বিষয় ০৪ এর সিদ্ধান্তঃ খাত ওয়ারি আয় ও ব্যয় পড়ে শুনান। বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে আয় ও ব্যয়ের ভাউচার সমূহ অনুমোদন করা হইল।
আলোচ্য বিষয় ০৫ এর সিদ্ধান্তঃ সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন প্রকার সচেতনামুলক বৈঠক করার সিদ্ধান্ত গৃহীত হয়। অপেক্ষমান মামলার দ্রুত নিষ্পত্তি করার সিদ্ধান্ত গৃহীত হইল।
আলোচ্য বিষয় ০৬ এর সিদ্ধান্তঃ ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে গংগাচড়া বাজারে জনগণের যাতায়াতের সুবিধার্থে সোডিয়াম লাইট স্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস