রংপুর জেলার গংগাচড়া উপজেলা সদরের উপর এই ইউনিয়ন অবস্থিত। রংপুর শহর থেকে ১২ কিঃমিঃ উত্তরে ইউপি অফিস অবস্থিত। বেতগাড়ী ইউনিয়নের পশ্চিমে ৩নং বড়বিল ইউনিয়ন, উত্তরে ৪ নং কোলকোন্দ ইউনিয়ন, পূর্ব দিকে ৫নং লক্ষিটারী ইউনিয়ন, এবং দক্ষিণে রংপুর সিটি কর্পোরেশন অবস্থিত। পূর্ব- উত্তর দিকে ঐতিহ্যবাহী তিস্তা নদী ২ টি ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত। এ ইউনিয়নের অধিক অংশ মানুষ কৃষিজীবি। এছাড়াও চাকুরীজীবি, দিনমজুর, ব্যবসায়ী, ও অন্যান্য পেশাজীবি মানুষ রয়েছে। মঙ্গাপীরিত এ ইউনিয়নে কর্মহীন প্রায় ৬/৭ হাজার নারী ও পুরুষ জীবিকার তাগিদে ঢাকা, চট্রোগ্রাম, সিলেট, কুমিল্লাহ, ফেনি, গাজীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে কাজ করেন্। এখানে কোন প্রকার সন্ত্রাসী কার্যকলাপ নেই। এ ইউনিয়নের অধিকাংশ মানুষ ধার্মিক।
১। নামঃ ৪নং গংগাচড়া ইউনিয়ন পরিষদ
২। নির্বাচিত বর্তমান চেয়াম্যানের নামঃ মোঃ মাজহারুল ইসলাম লেবু।
৩। আয়তনঃ ২৪.৯৪ বঃ কিঃমিঃ।
৪। লোকসংখ্যাঃ ৪৭,৫৩৯ জন (পুরুষ= ২২,৩৭৪ জন, নারী=২৫,১৬৫ জন)।
৫। গ্রামের সংখ্যাঃ ২১ টি।
৬। মৌজার সংখ্যাঃ ০৯টি।
৭। হাট-বাজারঃ ০৬ টি।
৮। উপজেলা থেকে দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থাঃ উপজেলা সদরের কোল ঘেষে ইউনিয়ন পরিষদটির অবস্থান।
৯। শিক্ষার হারঃ ৫৬.৬১ ভাগ।
১০। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১৬ টি।
১১। রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ০৬ টি।
১২। মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ০৬ টি
১৩। কলেজঃ ৩ টি, গংগাচড়া সরকারি কলেজ, গংগাচড়া মহিলা ডিগ্রী কলেজ এবং গংগাচড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।
১৪। মহিলা কলেজঃ ১ টি, গংগাচড়া মহিলা ডিগ্রী কলেজ।
১৫। মাদ্রাসার সংখ্যাঃ ৩টি ।
১৬। ঐতিহাসিক ও পর্যটন স্থানঃ ১ টি।
১৭। গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানঃ ১টি।
১৮। রেলওয়ে ষ্টেশনঃ ০০টি।
১৯। ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মানঃ ২০০৪ ইং।
২০। নব গঠিত পরিষদের শপথ গ্রহণের তারিখঃ ২৬/০১/২০২২ ইং।
২১। ইউনিয়ন পরিষদের জনবলঃ
নির্বাচিত চেয়ারম্যানঃ ০১জন।
ইউনিয়ন পরিষদ সচিবঃ ০১জন।
হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরঃ ০১ জন।
নির্বাচিত সদস্য(পুরুষ)- ০৯জন।
নির্বাচিত সংরক্ষিত আসনের সদস্য(মহিলা)- ০৩জন।
ইউনিয়ন গ্রাম পুলিশ- ১০ জন।
গ্রাম আদালত- ০২ জন
ইউডিসি - ২ জন।
২২। হাফিজি মাদ্রাসা ও এতিমখানাঃ ২টি২৩। হাট বাজার গ্রোথ সেন্টারঃ ১টি
২৪। ইজারা যোগ্য হাট বাজারঃ ১ টি
২৫। ইউনিয়নে পাকা রাস্তাঃ ২৪ কিঃমিঃ
২৬। ইউনিয়নে কাচা রাস্তাঃ ২১৪ কিঃমিঃ
২৭। ইউনিয়নে ব্যাংকঃ সরকারি ০৩টি এবং বেসরকারী ৩টি।
২৮। কমিউনিটি ক্লিনিকঃ ৩টি
২৯। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রঃ ১টি
৩০। কুষ্ঠ চিকিসা কেন্দ্রঃ ১টি
৩১। ডাকঘরঃ ৩টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস