Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বয়স্ক ও বিধবা ভাতা কার্যক্রম

 

য়স্ক ভাতা প্রদান কার্যক্রমঃ বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষেঅনধিক ১ (এক) মাসের মধ্যে ব্যাপক প্রচারেরমাধ্যেম৬৫ (পয়ষট্টি) বছরের উর্দ্ধে দরিদ্র বয়স্ক/বয়স্কা ব্যক্তিদের নিকটথেকেদরখাস্ত আহ্বায়ন করা হয়।প্রাপ্ত আবেদনসমূহ সংশ্লিষ্ট ওয়ার্ডকমিটির সুপারিশসহ উপজেলা সমাজসেবা অফিসারবয়স্ক ভাতা বিতরণ কমিটিবয়স্কভাতাভোগী নিবার্চন করবেন এবং অনুমোদন ক্রমে প্রত্যেক বয়স্কভাতাভোগীর নামে  তপসীলভূক্ত ব্যাংকে ১০ (দশ) টাকা সঞ্চয়ী হিসাব খোলারমাধ্যমে উক্ত বয়স্কভাতাভোগীর ব্যাংক হিসাবে বয়স্ক ভাতা প্রদানকরবেন।মৃত্যুজনিতকারনে শূন্য হলে উক্ত বয়স্ক ভাতাভোগীর পরির্বতেদ্রুত প্রতিস্থাপন এর একটাঅপেক্ষামান তালিকা প্রস্তুত করবেন।এ সকলপ্রক্রিয়া বরাদ্দ প্রাপ্তিরঅনুদ্র্ধ  ১ (এক) মাসের মধ্যে সম্পন্ন হয়।

 

বিধবা  ভাতা কার্যক্রমঃ  বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষেন্যুনতম১ (এক) মাসের মধ্যে ব্যাপকপ্রচারেরমাধ্যেম অস্বচ্ছল বিধবা  ব্যক্তিদের নিকট থেকে দরখাস্ত আহ্বায়নকরা হয়।প্রাপ্ত আবেদনপত্র সমূহ সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটি সুপারিশসহ উপজেলাসমাজসেবাঅফিসারউপজেলাবিধবা ভাতা বিতরণ কমিটি বিধবা ভাতাভোগী নিবার্চনকরবেন এবংঅনুমোদন ক্রমে প্রত্যেক বিধবা  ভাতাভোগীর নামে  তপসীলভূক্তব্যাংকে ১০ (দশ)  টাকা সঞ্চয়ী হিসাব খোলার মাধ্যমে উক্ত বিধবা  ভাতাভোগীরব্যাংক হিসাবেবিধবা  ভাতা প্রদান করবেন।মৃত্যুজনিতকারনে শুন্য হলে উক্ত প্রক্রিয়ায়মৃত্যূজনিত  বিধবা  ভাতাভোগীর পরির্বতে দ্রুত প্রতিস্থাপন এর একটাঅপেক্ষামান তালিকা প্রস্তুতকরবেন।এ সকল প্রক্রিয়া বরাদ্দ প্রাপ্তিরঅনুদ্র্ধ  ১ (এক) মাসের মধ্যেসম্পন্ন হয়।